চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডের বহরপুর গ্রামের ২ ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় এলাকায় শোকের মাতম চলছে। ছোট ভাইকে ওমানে যাওয়ার জন্য ঢাকায় বিমানে তুলে দিয়ে সীতাকুণ্ডের বাড়িতে ফেরার পথে চান্দিনায় কুডুম্বপুর এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন তারা।
জানা যায়,বহরপুর গ্রামের জোনাবআলী ড্রাইভার প্রকাশ খোকন ড্রাইভার-এর ছোট ছেলে মো. টিটু ওমান যাওয়ার জন্য গত বৃহস্পতিবার রাতে দুই ভাই আজিজুল হক রিটন (৩২) ও রবিউল হক রাজু (২৫)সহ রওনা দেন। ছোট ভাই টিটুকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে বড় দুই ভাই সীতাকুণ্ডে বাড়িতে রওনা দেন।