ছেলের লাশ বালু চাপা দিয়ে মা-বাবা নির্বাচনী মাঠে !

সিরাজগঞ্জ প্রতিনিধি ঃঃ
দুই দিন আগে ‘আত্মহত্যা’ করেছে নেশাগ্রস্ত ছেলে। মা করুণা বেগম লড়ছেন চতুর্থ ধাপের নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে। এমন সময় ছেলের আত্মহত্যার প্রভাব নির্বাচনে পড়তে পারে, সেই চিন্তা থেকে ছেলের লাশ উদ্ধার করে সেপটিক ট্যাংকে বালু চাপা দেন বাবা-মা। এরপর নেমে পড়েন নির্বাচনী প্রচারণায়। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা পূর্বপাড়া গ্রাম।

ঘটনার দুদিন পর শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সেপটিক ট্যাংক থেকে পুত্র করিম (১৮) এর লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। এ ব্যাপারে মামলা হয়েছে। এ ঘটনায় করিমের বাবা-মাসহ ৪ জনকে আটক করা হয়েছে পুলিশ।

শিরোনাম