ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

সংবাদ জমিন ডেস্কঃ
ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু।রাজধানীর ওয়ারীতে পাঁচতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। তার নাম আনোয়ারা বেগম (৫৯)।

শনিবার(১৫ মার্চ)দুপুর দেড়টার দিকে ওয়ারী চন্দ্র মোহন বসাক স্ট্রিট লেনের পাঁচতলা ভবন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে সেখান থেকে উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিরোনাম