ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শ্রমিক হাসানের মৃত্যু

সংবাদ জমিন ডেস্কঃ
ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শ্রমিক হাসানের মৃত্যু হয়েছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী মোড় এলাকায় গুলিবিদ্ধ মো. হাসান (৩০) নামে আরো এক যুবকের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

গত ৫ আগস্ট গুলিবিদ্ধ হন তিনি। সে রাজধানীর একটি আড়তে কাজ করতেন। তার গ্রামের বাড়ি ভোলার লালমোহন থানায়। বর্তমানে যাত্রাবাড়ী এলাকায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন।

শিরোনাম