ছাত্রলীগ-যুবলীগের টেন্ডার ছিনতাই!

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
প্রশাসনের সামনেই টেন্ডার বাক্স ভেঙে জমা দেয়া শিডিউল ও পে-অর্ডার ছিনিয়ে নেয়া হয়। বিসিআইসি’র তালিকাভুক্ত ঠিকাদারকে একটি কক্ষে আটকে এমন তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে।

গত বুধবার বিকালে উপজেলার শাহজালাল সার কারখানার ঘটনার একদিন পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট প্রশাসন রয়েছে নীরব। পে-অর্ডার উদ্ধারে মামলার প্রস্তুতি নিচ্ছেন ওপেন টেন্ডারে অংশ নেয়া ঠিকাদার আবুল ওয়েস স্বপন। গতকাল ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ভুক্তভোগী ঠিকাদার।

শিরোনাম