মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ হাসপাতালের মধ্যে কিশোরী (১৬) কে ধর্ষণের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত রাতে শহর মানিকপুর রোডে জেনারেল হাসপাতালের ছাদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় ছাত্রলীগ নেতা শেখ শাকিলকে আসামি করে ধর্ষণ মামলা করেন। ছাত্রলীগ নেতার ধর্ষণের শিকার ওই কিশোরীর মা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পরিচ্ছন্ন কর্মীর কাজ করেন।
অভিযুক্ত শেখ শাকিল মুন্সীগঞ্জ পৌরসভা দুই নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হলেও পরিবারের সঙ্গে মুন্সীগঞ্জ শহরের যুবলীরোড এলাকায় থাকেন। পুলিশ জানায়, এ ব্যাপারে মামলা হয়েছে। জেলা ছাত্রলীগ জানায়,এ ধরণের ঘটনার সাথে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।