সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা তালা উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন ‘অন্তঃসত্ত্বা’প্রেমিকার।
শুক্রবার(২১ জানুয়ারী বিকালে উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামে প্রেমিক রাসেল বাদশার বাড়িতে তিনি অনশন শুরু করেন বলে তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম জানিয়েছেন। ২৩ বছরের রাসেল বাদশা উপজেলার মাগুরা ইউনিয়নের ইউপি সদস্য মইনুল ইসলামের ছেলে।
ছাত্রলীগের তালা উপজেলার সভাপতি মিলন রায় জানিয়েছেন, রাসেল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে,১বছর ধরে এ প্রমের সম্পর্ক চলে আসছিল। হঠাৎ মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের জন্য চাপ দেয়। উপায়ন্তর না পেয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে। ওসি চৌধুরী রেজাউল করিম জানান, রাসেল বিয়ে না করলে মেয়েটি আইনগত ব্যবস্থা গ্রহণে রাজি হয়েছে। মেয়েটির মা বাদী হয়ে মামলা করতে চেয়েছেন। মামলার প্রস্তুতি চলছে।ছবি-প্রতিকী