ছাত্রলীগ নেতাকে আটকের খবরে প্রাণ গেল বাবার

ফেনী প্রতিনিধিঃ
ফেনী সদরের শর্শদি ইউনিয়নের ছাত্রলীগ নেতা আলী হোসেন ফাহাদকে আটকের খবর শুনে তার বাবার মৃত্যু হয়েছে। ছেলেকে দেখতে গিয়ে বুধবার (২ জুলাই) রাতে ফেনী মডেল থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার রাতে শর্শদি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শর্শদি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন ফাহাদকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকের খবর পেয়ে বাবা আলী আকবর (৫৫) ছেলেকে দেখতে ফেনী মডেল থানায় যান। সেখানেই স্ট্রোক করেন। এরপর ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শিরোনাম