ছাত্রলীগের অনুষ্ঠানের মঞ্চ ভেঙ্গে ওবায়দুল কাদেরের যে অবস্থা হলো
সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার অনুষ্ঠানে মঞ্চ ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ ঘটনায় দলটির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে জানা যায়, ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় মঞ্চে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ প্রায় বিশের অধিক বর্তমান ও সাবেক নেতা উপস্থিত ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ মঞ্চ ভেঙে যায়। মঞ্চে উপস্থিত সকলেই নিচে পড়ে যান। এ ঘটনার ছবি ও ভিডিও সংগ্রহ করতে চাইলে সাংবাদিকদের বাধা দেয়ার ঘটনাও ঘটে।
সভামঞ্চ ভেঙে আহতরা হলেন- ড. মোস্তফা জালাল মহিউদ্দিন (আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য), শারমিন সুলতানা লিলি(যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক), ডা. জামাল উদ্দিন চৌধুরী (স্বাচিপ-সভাপতি), শেখ আনিসুজ্জামান রানা (ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক), মো. জসিম উদ্দিন (ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সদস্য), মো. জাবেদ (বিএমএ ইসি মেম্বার), সাবরিনা চৌধুরী এবং ছাত্রলীগ নেতা বরিকুল ইসলাম বাঁধন।