চোরের দলের রেখে যাওয়া চিরকুটের মোবাইল নাম্বারে ফোন দিলেই ফেরত মিলছে মিটার!

নিজস্ব প্রতিনিধিঃ
চোরের দলের রেখে যাওয়া চিরকুটের মোবাইল নাম্বারে ফোন দিলেই মিলছে মিটার।মানিকগঞ্জ জেলা সদরে মিটার চুরি করে সেখানে চিরকুটে লিখে দিয়ে যাচ্ছে মোবাইল নাম্বার।

খোঁজ নিয়ে জানা গেছে,গত শুক্রবার বিকেলে মানিকগঞ্জের জয়রা এলাকায় বেশ সংখ্যক মিটার চুরি করে চোরাই গ্রুপ। পরে মিটার রাখার স্থানে একটি চিরকুটে মোবাইল নাম্বার লিখে টানিয়ে দিয়ে যাচ্ছে। মোবাইল নাম্বারে ফোন দিলেই ফেরত মিলছে মিটার।

খোঁজ নিয়ে আরও জানা গেছে,৩ মাসের ব্যবধানে ঐ এলাকায় ২ ডজনের মত মিটার চুরির ঘটনা ঘটেছে।কোনটির জিডি করা হয়েছে।আবার কেউ কেউ জিডি না করে টানিয়ে দেয়া নাম্বারে ফোন দিলেই টাকার বিনিময়ে ফেরত আনছে মিটার।

শিরোনাম