চুয়াডাঙ্গায় ইনজেকশনে বিষ প্রয়োগ করে নানা শ্বশুরকে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃঃ
চুয়াডাঙ্গায় ইনজেকশনের মাধ্যমে শরীরে বিষ প্রয়োগ করে শামসুল শেখ (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাতি জামাই এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে পরিবারের লোকেরা। গতকাল সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শামসুল শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি ঈদগাহ পাড়ার মৃত করিম শেখের ছেলে।

জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে গত সোমবার নাতজামাই হাসান আলীর সঙ্গে শামসুল শেখের বাকবিতণ্ডা হয়। গত মঙ্গলবার রাতে ঘরের বারান্দায় ঘুমন্ত অবস্থায় শামসুল শেখের ঘাড়ে ইনজেকশনের সিরিঞ্জ ফুটিয়ে দিয়ে পালিয়ে যায় হাসান। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, শামসুল শেখের মৃতদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম