চুয়াডাঙ্গায় মাদক সম্রাজ্ঞী মুন্নি ও তার দুই ছেলে গ্রেপ্তার
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকদ্রব্যসহ দুই ছেলে ও মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (মাদকদ্রব্য) উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার রেলস্টেশন এলাকার চা বিক্রেতা রেজাউল ইসলামের স্ত্রী মুন্নি খাতুন (৪৮), তার দুই ছেলে রবিউল ইসলাম (২৫) ও রাসেল হোসেন (২০)।
গতকাল দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মা মুন্নি খাতুন ও তার দুই ছেলে রবিউল ইসলাম ও রাসেল হোসেনকে চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। মুন্নির বিরুদ্ধে আলমডাঙ্গাসহ বিভিন্ন থানায় ১ ডজন মাদক মামলা রয়েছে। এসব মামলায় একাধিকবার জেলে গেলেও জামিনে বেরিয়ে আবারো পুরনো পেশায় ফিরে যায় মুন্নি। আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, আটককৃতদের মাদক মামলায় গতকাল দুপুরে আদালতে পাঠানো হয়েছে।