চুয়াডাঙ্গা প্রতিসিনধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে নিজ মেয়ে মর্জিনা খাতুন (৩১)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা মামলায় পিতা আজিজুল মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে ওই মামলা রেকর্ডের পর পরই উপজেলার সীমান্তবর্তী ঠাকুরপুর এলাকা থেকে অভিযুক্ত আজিজুল মণ্ডল (৬২)কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত অভিযুক্ত আজিজুল মণ্ডল দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের স্কুলপাড়ার মৃত বদর উদ্দিন মণ্ডলের ছেলে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল সকালে থানায় একটি পেনাল কোর্ড আইনের ধারায় ভিকটিমের মা সাইনা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করে। মামলা রেকর্ডের ১ ঘণ্টার মধ্যে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামি আজিজুল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়।