আন্তর্জাতিক ডেস্ক ঃঃ
চীনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত জ্যান হেকারের আকস্মিক মৃত্যু হয়েছে। বেইজিং দূতাবাসে দায়িত্বগ্রহণের কয়েক সপ্তাহের মধ্যেই ৫৪ বছর বয়সী এ জার্মান কূটনীতিকের মৃত্যু হলো। সোমবার (৬ সেপ্টেম্বর) চীনে অবস্থিত জার্মান দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে।
জ্যান হেকার এর আগে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গত ২৪ আগস্ট অ্যাঙ্গেলা মের্কেল তাকে চীনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন।
চীনে অবস্থিত জার্মান দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ‘রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যুতে আমরা গভীর শোকাহত’। তবে ঠিক কী কারণে রাষ্ট্রদূতের মৃত্যু হলো তা এখনও প্রকাশ করা হয়নি।