চিকিৎসাধীন অবস্থায় বাংলা কলেজের গুলিবিদ্ধ শিক্ষার্থী রাব্বি আর নেই
সংবাদ জমিন ডেস্কঃ
ঢাকার মালিবাগে কোটা বিরোধী আন্দোলনের মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হওয়া মো. বেলাল হোসেন রাব্বি নামে এক কলেজ শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাব্বি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাজী আবদুর মিয়ার বাড়ির মৃত কবির হোসেন মিয়ার একমাত্র ছেলে।
স্থানীয়রা জানায়, আর্থিক সচ্ছলতার জন্য মিরপুর বাংলা কলেজে ভর্তি হয়ে ঢাকার মালিবাগে একটা মার্কেটের লিফটম্যানের কাজ করতো বেলাল হোসেন রাব্বি। ডিউটি শেষে কোটা বিরোধী আন্দোলনের মিছিলে অংশ নেয় সে। ৪ঠা আগস্ট গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। বৃহস্পতিবার তার মৃত্যু হয়। তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে। এদিকে মরদেহ নিয়ে আসার পর শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। নিহতের ছোট বোন পুতুল বলেন, আমাদের বাবা নাই। ভাই আমাদের পরিবারের খরচ চালাতো।