চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে

স্টাফ রিপোর্টারঃ
চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। রবিবার (১৩ এপ্রিল) এসব জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

জাহাজগুলো হচ্ছে ‘রেইয়েজকি’, ‘হিরো অব দি রাশিয়ান ফেডারেশন আলদার টিএসওয়াই-ডেনখপভ’ এবং ‘পিয়েচেঙ্গা’।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, রবিবার (১৩ এপ্রিল) জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চলের চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।

এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত, মিলিটারি, এয়ার অ্যান্ড নেভাল অ্যাটাশে এবং চট্টগ্রামস্থ রাশিয়ান অনারারি কনস্যুলসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ তাদের অভ্যর্থনা জানান।

শিরোনাম