চাপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধে ১ ব্যক্তি খুন

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃঃ
চাঁপাই নবাবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বদিউজ্জামান (৪২) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার সকাল ৮টার দিকে চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রাবনপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত বদিউজ্জামান ওই এলাকার মৃত আইনুদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে নিহত বদিউজ্জামানের সঙ্গে তর চাচাতো ভাই মজিবুর রহমান ও মোকলেছুর রহমানের বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বদিউজ্জামান রাবনপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় মজিবুর রহমান ও মোকলেছুর রহমানসহ ৭/৮ জন মিলে তার পথরোথ করে। এ সময় তারা বদিউজ্জামানকে কুপিয়ে জখম করে এবং পিটিয়ে পা ভেঙে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাই নবাগঞ্জ জেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চাঁপাই নবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফ্‌ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শিরোনাম