চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে শিশুসহ প্রাণ গেল ৩ জনের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুই শিশুসহ তিনজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে পৃথক পৃথক স্থানে তাদের মৃত্যু হয়।

জানা গেছে, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা গ্রামে টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে বজ্রপাতে কবিতা খাতুন (৮) নামে এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত শিশু মো. এরশাদ আলীর মেয়ে বলে জানা যায়। এদিকে শুক্রবার বেলা ৩টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার আলীডাঙ্গা গ্রামে ববি ভোকত (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার সুভাষ ভোকত এর স্ত্রী। জানা যায়, তিনি নিজ বাড়ির সামনে একটি আম বাগানে দাঁড়িয়ে থাকা অবস্থায় ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে, ভোলাহাটে আম কুড়াতে গিয়ে ১০ বছরের শিশু আমেনা খাতুনের মৃত্যু হয়েছে। নিহত শিশুর পিতা এসলাম আলী জানান, উপজেলার বড়গাছি গ্রামের হঠাৎপাড়া এলাকার একটি বাগানে আমেনা আম কুড়াতে যায়। পরে বজ্রপাতে হঠাৎ মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে।

শিরোনাম