নিজস্ব প্রতিনিধিঃ
চাঁদপুরে সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ধনপর্দ্দি গ্রামে আব্দুল মজিদ প্রধানের বাড়িতে স্ত্রী রুপা বেগমকে গলা কেটে খুন করে স্বামী মোঃ নাসির উদ্দিন দেওয়ান পালিয়েছে। ৮ মে দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাতে অন্যান্য দিনের মতো স্বামী-স্ত্রী এক কক্ষে এবং পাশের কক্ষে ছেলে রবিউল ইসলাম (১৩) ঘুমিয়ে ছিলেন। পরে সকালে তার গলাকাটা মরদেহ পরে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে,পারিবারিক কলহের জের ধরেই এ ঘটনা ঘটেছে।
নিহত রুপা বেগমের ছেলে রবিউল ইসলাম বলেন, আমার আব্বা নাছির উদ্দিন আমার মাকে রাতের কোনো এক সময়ে গলা কেটে হত্যা করেছে। সকালে আমি ঘুম থেকে উঠে রুমে গিয়ে দেখি দরজা খোলা। ভেতরে প্রবেশ করে দেখি, আমার মায়ের গলা কাটা লাশ পরে আছে। এরপর আমি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে এ ঘটনা দেখে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি বলেন,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।