মানিকগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মানিকগঞ্জে গ্রেপ্তার অভিযান চলছে।মহাসমাবেশ পার হলেও এ অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ গ্রেফতার করছে।আর এসব মামলার বাদী হচ্ছে ক্ষমতাসীন দলের নেতারা।
গত শুক্রবার ক্ষমতাসীন দলের স্থানীয় দুই নেতা দৌলতপুর ও সাটুরিয়া থানায় পৃথক দুটি মামলা করেন। এসব মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হলেও মামলার আসামি করা হয়েছে শতাধিক নেতাকর্মীকে। জেলা বিএনপি’র নেতারা বলছেন, ঢাকার সমাবেশ বাধাগ্রস্ত করতে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এসব ‘গায়েবি’ মামলা করা হয়েছে। তবে মামলার বাদীরা দাবি করেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারা এ মামলা করেছেন।
এ দিকে মহাসমাবেশ পার হলেও পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।পুলিশ বলছে,পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে।