চরফ্যাশনে চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা পাকড়াও

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশনের শশীভূষণ থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লোকমান মাতাব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। চরফ্যাশন ছেড়ে পালিয়ে পটুয়াখালী জেলার মহিপুরে অবস্থানকালে বৃহস্পতিবার বিকালে স্থানীয়রা তাকে আটক করে মহিপুর থানায় সোপর্দ করেছে। মহিপুর থানা পুলিশ শুক্রবার তাকে চরফ্যাশন থানা পুলিশের কাছে সোপর্দ করে। লোকমান হাজারীগঞ্জ ইউনিয়ন ৪নং ওয়ার্ডের নান্নু মাতব্বরের ছেলে।

মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন। চরফ্যাশন থানার এসআই নজরুল ইসলাম জানান, লোকমান হোসেন চরফ্যাশন থানায় দায়েরকৃত একটি চাঁদাবাজি মামলার ১নং আসামি। বৃহস্পতিবার রাতে জিন্নাগড় ৩নং ওয়ার্ডের মৃত হোসেন মিয়ার ছেলে আল আমিন বাদী হয়ে লোকমানসহ এজাহারনামীয় ১২ জন এবং অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন। ওই মামলায় মহিপুর থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শিরোনাম