চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে গুলিতে নিহত-৩,আহত-৫৫


নিজস্ব প্রতিনিধি ঃঃ
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সহিংসতার ঘটনায় ঘটেছে। গতকাল ভোট চলাকালে বিভিন্ন স্থানে ঘটেছে কেন্দ্র দখল, জালভোট, ব্যালট পেপার ছিনতাই, সংঘর্ষ, গুলি এবং ককটেল বিস্ফোরণের ঘটনা।

ভোট শেষে ব্যালট বাক্স ছিনতাইকালে পুলিশের গুলিতে ঠাকুরগাঁও, পটুয়াখালী ও সিলেটে তিনজন নিহত হয়েছেন। কিশোরগঞ্জের কটিয়াদীতে ভোট গণনা শেষে ফেরার পথে পুলিশ ও নির্বাচন কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে নির্বাচনী সামগ্রী ছিনতাইয়ের চেষ্টা করেছে পরাজিত তিন প্রার্থীর সমর্থকরা। এ সময় পুলিশের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ দু’টি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।

এর আগে দ্বিতীয় ও তৃতীয় ধাপে ভোটের দিন সহিংসতায় যথাক্রমে ৬ ও ৭ জন নিহত হয়েছিলেন। আর গতকাল বিভিন্ন স্থানে নির্বাচনী সংঘাতে আহত হয়েছেন ৫৫ জন। এ পর্যন্ত দেশজুড়ে নির্বাচনী সংঘাতে ৭০ জনের প্রাণহানি ঘটেছে।


শিরোনাম