চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে বিএনপি ও জামায়াতের লড়াই

চট্রগ্রাম প্রতিনিধিঃ
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে বিএনপি ও জামায়াতের লড়াই চলছে। বৃহস্পতিবার, জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল এবং বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম পাল্টাপাল্টি সংবাদ বিজ্ঞপ্তি দেয়, যা ক্যাম্পাসের শিক্ষকসমাজে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

প্রথম বিজ্ঞপ্তি আসে সাদা দল থেকে, যেখানে তাদের পরিচয় স্বাধীনতা, গণতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ ও বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষক সমাজ হিসেবে উল্লেখ করা হয়। তারা তাদের আহ্বায়ক অধ্যাপক শামিম উদ্দিন খানকে উপাচার্য পদে সুপারিশ করার কথা জানায়। তবে এই সুপারিশ কোথায় বা কীভাবে করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

শিরোনাম