চট্রগ্রামে স্বাধীনতা দিবসকে ঘিরে বিএনপির মধ্যে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
নিজস্ব প্রতিনিধিঃ
চট্রগ্রামে স্বাধীনতা দিবসকে ঘিরে বিএনপির মধ্যে উত্তেজনা, ১৪৪ ধারা জারি।চট্টগ্রামের মীরসরাই উপজেলা ও দুই পৌরসভা বিএনপির নবগঠিত কমিটি ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। বুধবার (২৬ মার্চ) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৮টা পর্যন্ত উপজেলা পরিষদসহ ৫০০ গজের মধ্যে এ আদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুধবার (২৬ মার্চ) সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান ও তার নেতাকর্মীদের। অন্যদিকে, সকাল ১১টায় একই স্থানে শ্রদ্ধা নিবেদন করার প্রস্তুতি ছিলো উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী ও সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আরেকটি গ্রুপের।