চট্রগ্রাম প্রতিনিধি ঃঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বারৈয়াডালা ইউনিয়নের বৈদ্দপুকুরের রাস্তার পাশ থেকে অজ্ঞাত (৩৩) এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবতীর পরনে কালো বোরকা ছিল।
জানা যায়, গতকাল সকাল ৯টার দিকে রাস্তার পাশে অজ্ঞাত এক যুবতীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে যুবতীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ ও স্থানীয়দের ধারণা মেয়েটিকে অন্য কোথাও থেকে এনে জোরপূর্বক ধর্ষণ করে কুপিয়ে হত্যা করে রাতে যেকোনো সময় লাশটি রাস্তায় ফেলে গেছে হত্যাকরীরা।
সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ মানবজমিনকে বলেন, হত্যাকারীরা ওই নারীর মাথায় ও পেটে কুপিয়ে জখম করেছে। পেটের নাড়িভুড়ি বের হয়ে গেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হচ্ছে।