নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে উদ্ধার অভিযানে গিয়ে মানিকগঞ্জের সন্তান ফায়ার ফাইটার রানা আহমেদ প্রাণ দিলেন। জীবন দিলেন দেশের জন্য। দেশের মানুষের জন্য।
আর কখনো ফিরে আসবেন না,পৃথিবীর আলো আর দেখবেন না। তার বাড়ি জেলার শিবালয় উপজেলার নবগ্রামে। তার বাড়িতে চলছে কান্নার ঢেউ। ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে।