চট্টগ্রামে সাগরে মাছ ধরার ট্রলারে আগুন, দগ্ধ হলো ২ জেলে

নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের অদূরে একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই জন নাবিক দগ্ধ হয়। শুক্রবার (২৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ট্রলারটিতে ৫ জন মাঝি-মাল্লা ছিল। এদের মধ্যে তিনজন সাগরে লাফ দেয় এবং দুইজন অগ্নিদগ্ধ হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে দগ্ধদের নাম পরিচয় জানা যায়নি।

শিরোনাম