চট্টগ্রামে নিহত ওয়াসিমের জানাজায় লোকে লোকারণ্য

নিজস্ব প্রতিনিধিঃ
কোটা সংস্কার আন্দোলনে নিহত ওয়াসিম আকরামের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে শোকার্ত মানুষের ঢল নেমে আসে। আজ বুধবার সকাল ১১টার দিকে ওয়াসিমের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহের নামা বাজার পাড়ার আলমাসিয়া দাখিল মাদ্রাসার মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

গতকাল বেলা ৩টার দিকে চট্টগ্রাম শহরের মুরাদপুর এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে নিহত হন ওয়াসিম আকরাম। এদিকে, দুপুরে পেকুয়া চৌমুহনী কলেজ গেইটে ওয়াসিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ওয়াসিমের ছোট বোন সাবরিনা ইয়াসমিন বলেন, ‘আমার ভাই কোনো অপরাধ করেনি। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে। তাই বলে এভাবে মেরে ফেলতে হবে? আমার ভাইয়ের অনেক স্বপ্ন ছিল। চাকরি করে পরিবারের মুখ উজ্জ্বল করবে বলেছিল। এখন সব শেষ হয়ে গেছে।

শিরোনাম