চট্টগ্রামে থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনায় আসামি ৪০ হাজার

চট্রগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় হামলা চালিয়ে অস্ত্র লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা ৪০ হাজার জনকে আসামি করা হয়েছে।শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাশ বাদী হয়ে এ মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, দুষ্কৃতিকারীরা থানায় হামলা করে লুটপাট ও অগ্নিসংযোগ করে থানার গুরুত্বপূর্ণ নথি ও বিভিন্ন মামলার আলামত নষ্ট করেছে। এসময় থানার অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছে।কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর চট্টগ্রামে একটি মিছিল থেকে হামলা হয় নগরীর অন্যতম ব্যস্ত কোতোয়ালী থানায়।

সেদিন ভাঙচুর ও অস্ত্র-গোলাবারুদ লুটপাট শেষে থানা ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

শিরোনাম