চট্রগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় যুবদল নেতার পিটুনিতে জাহাঙ্গীর আলম আইয়ুব (৫১) নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নের সীমান্ত মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আর্থিক লেনদেনের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহত জাহাঙ্গীরের বাড়ি সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নে। হত্যার ঘটনায় অভিযুক্ত যুবদল নেতার নাম সাহাব উদ্দিন সুমন। তিনি উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। একইসঙ্গে স্থানীয় রাজনীতিতে তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি’র কেন্দ্রীয় নেতা মিল্টন বিশ্বাসের অনুসারী বলে পরিচিত। জানা যায়, রাজনৈতিক মামলায় নিহত আইয়ুব জাহাঙ্গীর কিছুদিন জেলে ছিলেন। যুবদল নেতা সুমন টাকা পয়সা দিয়ে তাকে জামিন করান। সেই টাকা নিয়েই তাদের মধ্যে বিরোধ। সোমবার পাওনা টাকা ফেরত নিতে সুমন দলবল নিয়ে গাছুয়া গিয়ে জাহাঙ্গীরকে তুলে নিয়ে যেতে চায়। একপর্যায়ে জাহাঙ্গীর যেতে না চাইলে তাকে পিটিয়ে হত্যা করা হয়।
সন্দ্বীপ থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আমরা এ ঘটনায় জড়িত সুমনসহ বাকিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।