চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি জোনে অস্ত্রধারী ডাকাত সন্ত্রাসীরা একটি চিংড়ি ঘের জবরদখল করতে গিয়ে হামলা ও তাণ্ডব চালিয়েছে। এ সময় মোহাম্মদ হোসেন (৫৮) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে তারা। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাই মাস্টার আবুল কাশেম জানান, হোসেন অন্যান্য দিনের মতো রাতে বাড়ি চলে যেতে চাইলেও তার সঙ্গে থাকা বদরখালীর আজগর নামে এক ব্যক্তি নানান কৌশল ও ছলচাতুরীর মাধ্যমে রাতে মৎস্যঘেরে রেখে দেন।ঘটনার খবর পেয়ে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রকীব-উর রাজা ঘটনাস্থল পরিদর্শন করেন। এর পূর্বে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরি করেন এবং সন্ধ্যা নাগাদ লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।