ঘূর্ণিঝড় ‘ইয়াস’আতংকে লক্ষ লক্ষ মানুষ

 

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
ঘূর্ণিঝড় আঘাত হানলে চট্টগ্রামের ৬ উপজেলার ৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। যদিও জেলা প্রশাসন বলছে, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র ও শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, মহামারির সময় গাদাগাদি করে আশ্রয়কেন্দ্রে থাকলে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বাঁশখালি, আনোয়ারা, সন্দ্বীপ, সীতাকুণ্ড, মিরসরাই ও কর্ণফুলী উপজেলার উপকূলে তিন লক্ষাধিক মানুষ বসবাস করেন। এই ছয় উপকূলীয় জেলায় প্রায় সাড়ে ৩ হাজার সাইক্লোন সেন্টার রয়েছে। প্রতিটি কেন্দ্রে ৬০০ থেকে ১২০০ মানুষ আশ্রয় নিতে পারেন। গতবার ঘূর্ণিঝড় আম্পানের সময় আশ্রয় নেন ১ লাখ ৩৫ হাজার ৮১১ জন মানুষ। পাশাপাশি আশ্রয় নেয় প্রায় এক লাখ গবাদিপশুও।

শিরোনাম