ঘূর্ণিঝড় রেমালে ১৯ জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৭ লাখ

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৭ লাখ ৫৮ হাজারের বেশি। ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ে সোমবার বিকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এ কথা জানান।

তিনি জানান, ঘূর্ণিঝড়ে ১৯ জেলায় ৩৭ লাখ ৫৮ হাজার ৯৬ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১ লাখ ৫০ হাজার ৪৭৫ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রায় ৩ কোটি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

শিরোনাম