ঘুষি মেরে কৃষক হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুর্গম এলাকা কালাপাহাড়িয়ায় গত বুধবার দিবাগত রাতে এক মঞ্চনাটকের মাইকে অতিথির নাম ঘোষণা নিয়ে বুকে ঘুষি মেরে হারিজ মিয়া (৪৫) নামে এক কৃষককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি খালিয়ারচর এলাকার আলমাসের ছেলে এবং কালাপাহাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য খোকনের আপন চাচাতো ভাইয়ের ছেলে বলে জানা গেছে।

জানা যায়, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনের বাড়ির পাশের এলাকার অহিদসহ আরও কয়েকজনের তত্ত্বাবধানে রাতে মঞ্চনাটকের আয়োজন করা হয়। তাতে আশপাশের এলাকার শত শত নারী-পুরুষ ভিড় করেন। নাটকের আগে মাইকে বিশেষ অতিথি হিসেবে কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ডালিমের নাম ঘোষণা নিয়ে হারিজের সঙ্গে অন্যদের বাক-বিতণ্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে হারিজ মিয়ার বুকে ঘুষি মারা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা জেলার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম