ঘিওরে চাঞ্চল্যকর ট্রাক চালক ও হেলপার হত্যার ঘটনায় ৪ জনের ফাঁসি,৫ জনের যাবজ্জীবন
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের ঘিওরে ১৩ বছর আগে চাঞ্চল্যকর সাতক্ষীরার কলারোয়া উপজেলার তুলশীভাঙ্গা এলাকার আবু জাফরের ছেলে ট্রাকচালক মো. জয়নাল মিয়া (৪০) এবং তার হেলপার রুবেল মিয়া (২৮) হত্যার ঘটনায় চারজনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের অর্থদণ্ন্ডও করা হয়েছে।সোমবার মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন,ঢাকার ধামরাইয়ের বড়াকৈর এলাকার অপু ফকিরের ছেলে মো. বদর উদ্দিন, গাজীপুরের জয়দেবপুরের হারবাইদ এলাকার মোহাম্মদ খলিল শিকদারের ছেলে বিল্লাল শিকদার,মানিকগঞ্জের শিবালয়ের আলোকদিয়া এলাকার মোঃ আইজুদ্দিনের ছেলে মোহাম্মদ ইসলাম ও একই এলাকার মোহাম্মদ মোস্তাফা শেখের ছেলে ইয়াকুব আলী শেখ।
যাবজ্জীবন কারাদণ্ন্ডপ্রাপ্তরা হলেন,ভোলার লালমোহনের কলমা ইউনিয়ন এলাকার আব্দুল কাদেরের ছেলে শাহ আলম, সিরাজগঞ্জের উল্লাপাড়ার মধুপুর এলাকার কাইয়ুম মোল্লার ছেলে শাহাদৎ হোসেন, মানিকগঞ্জের দৌলতপুরের চরকাটারি এলাকার পাঞ্জু শেখের ছেলে বাবু মিয়া এবং শিবালয়ের আলোকদিয়া চর এলাকার আফাজ শেখের ছেলে আখের আলী ও একই এলাকার খলিল শেখের ছেলে বাবুল শেখ।
মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহতদরে পরিবারবর্গ ও আত্মীস্বজন।সাজাপ্রাপ্তদের মধ্যে একমাত্র যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আখের আলী উপস্থিত ছিলেন,অন্যরা ছিলেন পলাতক।