ঘানি টেনে ওরা সংসার চালায়

 

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
ঘানি টেনে ওরা সংসার চালায়।গ্রাম বাংলার ঐহিত্যবাহী ঘানি শিল্পকে আজও আঁকড়ে ধরে আছে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের দু’টি পরিবার। আজও তাদের জীবন ও জীবিকার একমাত্র অবলম্বন এই ঘানি শিল্প। আধুনিক আর ডিজিটাল যন্ত্রপাতির অতল গহবরে হারিয়ে যেতে বসেছে আবহমান গ্রাম বাংলার অনেক ঐতিহ্যবাহী শিল্প।

এই হারিয়ে যাওয়ার ভিড়ে আজও এই ঘানি শিল্পকে আঁকড়ে ধরে জীবিকা নির্বাহ করে চলেছে ডুমুরিয়া আটলিয়া ইউনিয়নের একেবারে সীমান্তবর্তী এলাকা নরনিয়া গ্রামের মৃত ইসমাইল বিশ্বাসের ছেলে আব্দুল গফুর বিশ্বাস ও মৃত বাবর আলী সরদারের ছেলে আব্দুল ওয়াদুদ সরদার।

এই ঘানি শিল্পকে ধরে রাখার জন্য অন্য পেশাকে তারা আজও গুরুত্বহীন মনে করেন। এ শিল্প যেন তাদের রক্তের প্রতিটি কণায় মিশে আছে। তারা বলেন, গরু দিয়ে ঘানি টেনে খাঁটি সরিষার তেল বানানো তাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত একটি পেশা। পূর্বে তাদের দুই পুরুষ এই ঘানির কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করেছেন। যা আয় হয় তা দিয়ে তারা সংসার চালান।

গফুর ও ওয়াদুদ জানান, যা আয়, হয় তা দিয়ে কোন রকমে দিন চলে যায়। পূর্ব পুরুষের পেশা, তাই ছাড়তে পারি না।

শিরোনাম