গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের চালক ও দুই আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার শিবগাতী হিরণ্যকান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,উপজেলার পোনা এলাকার বিষ্ণু দাসের ছেলে দিপু দাস (১৮), বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মনির মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। নিহতদের মধ্যে দীপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
কাশিয়ানী থানার ওসি সফিউদ্দিন খান বলেন, ‘এটি একটি সড়ক দুর্ঘটনা। আমরা এর বাইরে এখন পর্যন্ত অন্য কোনো তথ্য পাইনি। নিহতরা তিনজনই বন্ধু।