গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী হাসান বেপারী (২৩)’র বিরুদ্ধে। গতকাল ভোর ৫টার দিকে উপজেলার দিগনগর ইউনিযনের সৈর্দ্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রাবণী আক্তার (১৯) উক্ত গ্রামের দেলোয়ার শেখের মেয়ে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি হেনা বেগম (৪৮) ও বড় ভাসুরের স্ত্রী (জা) মিতা আক্তারকে (২০) আটক করে। এ ঘটনার পর ঘাতক স্বামী হাসান বেপারী পলাতক রয়েছে। পুলিশ ও
স্থানীয়রা জানায়, মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের সৈর্দ্দী গ্রামের দেলোয়ার শেখের মেয়ে শ্রাবণী আক্তারের সঙ্গে একই গ্রামের তারা বেপারীর ছেলে হাসান বেপারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত এক বছর পূর্বে উভয় পরিবারের সম্মতিতে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী হাসানের বেকারত্ব ও নেশা করাসহ বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী শ্রাবণীর সঙ্গে কলহ চলে আসছিল।পুলিশ জানায়,এ ব্যাপারে মামলা হয়েছে। নিহতরে শ্বাশুড়ী ও ভাসুরকে আটক করা হয়েছে।