গোপনেই বিয়ে করলেন বৃটিশ প্রধানমন্ত্রী জনসন

 

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
অবশেষে ‘গোপনেই’ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও তার পার্টনার ক্যারি সায়মন্ডস। শনিবার ওয়েস্টমিনস্টার ক্যাথেড্রালে তাদের এই বিয়ে সম্পন্ন হয়েছে বলে খবর দিয়েছে অনলাইন বিবিসি ও সিএনএন। উভয় সংবাদ মাধ্যমই একে ‘সিক্রেট ওয়েডিং’ বা গোপনে বিয়ে বলে আখ্যায়িত করেছে। বলা হয়েছে, এতে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ কিছু বন্ধুবান্ধব ও পরিবারের সদস্য।

তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ডাউনিং স্ট্রিট। বিয়ের খবরে প্রধানমন্ত্রী বরিস জনসন ও তার সদ্য বিবাহিতা স্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ওয়ার্ক অ্যান্ড পেনশন্স বিষয়ক মন্ত্রী তেরেস কফি। তিনি টুইটে লিখেছেন- আজ (শনিবার) বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বরিস জনসন ও ক্যারি সায়মন্ডস আপনাদের অভিনন্দন। উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার আরলেন ফস্টারও তাদেরকে টুইটারে ‘হিউজ কংগ্রাচুলেশন’ জানিয়েছেন।

২০১৮ সালে মেরিনা হুইলারের সঙ্গে জনসনের বিবাহ বিচ্ছেদ ঘটনা ঘটে এই সায়মন্ডস এর কারণেই। অবশেষে তাদের বিয়ের কাজও সম্পন্ন হলো।

শিরোনাম