গাজীপুর সিটি মেয়র এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে

গাজীপুর প্রতিনিধি ঃঃ
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আজ শুক্রবার অনুষ্ঠিতব্য সভায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমের শোকজ নোটিশের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী এ বিষয়ে নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর ওই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন গাজীপুরবাসী। তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

মেয়র জাহাঙ্গীরের সমর্থকরা এ বিষয়ে খুবই আশাবাদী। তারা বলছেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে ওঠা মেয়র জাহাঙ্গীর কোনো বিতর্কিত কাজ করেননি। জাহাঙ্গীর আলম নিজেও এ বিষয়ে বেশ আত্মবিশ্বাসী। কাজেই তার বিরুদ্ধে দলীয় কোনো সিদ্ধান্ত আসার কথা নয়। মেয়র পক্ষের লোকজন বলেছেন সুপার এডিট করা মেয়রের কথিত বক্তব্যকে পূঁজি করে একশ্রেণীর মুষ্টিমেয় সুবিধাভোগী লোক ও মেয়র বিরোধীরা অপরাজনীতি করছে।

অন্যদিকে মেয়রের বিরোধীরা বলছেন, মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগের শীর্ষস্থানীয়দের অসম্মান করার অধিকার কারও নেই।

শিরোনাম