গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে দু’টি মার্কেটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে বাইপাস মোড়ের কাছে শুক্রবার দিবাগত রাতে তারকা মার্কেটে ও সকালে একতা মার্কেটে ব্যাপক হামলা চালায়। হামলাকারীরা মার্কেটের প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে দোকানপাটে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। ওই মার্কেটে শতাধিক দোকান রয়েছে। মার্কেটের ব্যবসায়ীরা বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। মার্কেটের ব্যবসায়ী ইলিয়াস মিয়া বলেন, দুর্বৃত্তরা হঠাৎ করে ভেকু সহকারে ৫০-৬০ জনের একদল দুর্বৃত্ত মার্কেটে হামলা চালায়। এ সময় ব্যবসায়ীরা বাধা দিলে ব্যবসায়ীদের ওপরও চড়াও হয়ে মারধর করে। তারা মার্কেটের বিভিন্ন দোকানে ব্যাপক হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়।