গাজীপুরে বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে ৬০ মাদক কারবারি-ছিনতাইকারী আটক
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় অন্তত ৬০ জন মাদক কারবারি, ছিনতাইকারী ও বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদক ও বিভিন্ন সরঞ্জাম।
শনিবার (১ মার্চ) সন্ধ্যার পর সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বস্তিটিতে মাদক কারবার ও ছিনতাই চলে আসছে। বিষয়টি অনেকবার স্থানীয় থানায় জানানো হলেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। শুধু মাদক বিক্রি নয়, বস্তিটির ছোট ছোট ঘরে বসে মাদক সেবনেরও ব্যবস্থা রয়েছে। পরিবহনশ্রমিক, মাদক কারবারি, ছিনতাইকারী ও সন্ত্রাসীরা এখানে আস্তানা গড়েছে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে এদের আটক করে।