গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কাশিমপুর এলাকায় ককটেল ফাটিয়ে দিন-দুপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় অস্ত্র, গুলি ও ককটেলসহ ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।গ্রেপ্তারকৃতরা হলেন, ইউসুফ আলী রানা, বিধান হালদার, আনোয়ার হোসেন, মোঃ রুবেল, বাবুল বেপারী, জাকির হোসেন, সোলাইমান আকন, সাগর বাড়ই ও মৃদুল বাড়ই।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, গত ১৬ আগস্ট দুপুর দুইটার দিকে কাশিমপুরের এনায়েতপুরের আলীর জুট কারখানার সামনে মোটরসাইকেল ও অটোরিকশাযোগে ৬/৭ জন ডাকাত ককটেল বিস্ফোরণ ও চাপাতির আঘাতের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং রকেটের কর্মকর্তা শাহেদ শরীফের কাছ থেকে ৫ লাখ ২২ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় কাশিমপুর থানার মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে ডাকাত দলকে গ্রেফতার করে।