গাজীপুর প্রতিনিধি ঃঃ
গাজীপুরে পিতা ও পুত্রকে খুন করা হয়েছে। প্রথমে পুত্রকে পানিতে ফেলে এবং পরে পুত্র হত্যার বিচার চাইতে গিয়ে মারধরে পোশাক শ্রমিক পিতা আসাদুল ইসলাম নিহত হয়েছেন। বুধবার (১৮ আগস্ট) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ড বাহাদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আসাদুলের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার উলিপুর পাঁছপাড়া গ্রামে। তিনি কয়েক বছর ধরে ওই এলাকার ফিরোজ মিয়ার বাসায় ভাড়া থাকতেন। এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, কিছুদিন আগে আসাদুলের ছেলে নয়ন (১৫) গাজীপুর সদর উপজেলা ভাওয়াল মির্জাপুর এলাকায় নদীর পানিতে নিখোঁজ হয়। পরে দুইদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।
তবে আসাদুল দাবি করেন, তার ছেলে যাদের সঙ্গে ঘটনাস্থলে গিয়েছিল তারাই তাকে ফেলে দিয়ে হত্যা করেছে। তবে এ ব্যাপারে থানায় কোন মামলা হওয়ার কোন খবর পাওয়া যায়নি। এর প্রেক্ষিতে আসাদুল ইসলামকে স্থানীয় কয়েকজন বিচারের আশ্বাসে সালিশ ডাকেন। সালিশে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় পিতাকে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে।