গাজীপুরে পানিতে নেমে ৩ স্কুলছাত্রীর মৃত্যু: নিখোঁজ- ১

গাজীপুর প্রতিনিধি ঃঃ
গাজীপুরে বাড়ির পাশে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিনজন স্কুলছাত্রী মারা গেছে। একই পরিবারের বড় বোনের লাশ উদ্ধার হয়েছে, ছোট বোন এখনো পানিতে তলিয়ে নিখোঁজ। এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলো- পাইনশাইল গ্রামের সোলেমানের মেয়ে রিচি আক্তার, হায়েত আলীর মেয়ে আইরিন, মো. মঞ্জুর হোসেনের মেয়ে মায়া আক্তার।

আইরিন গাছপুকুর পাড় দাখিল মাদ্রাসার ছাত্রী, রিচি ভাওয়াল মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী এবং মায়া ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল। রিচির ছোট বোন নিখোঁজ রিয়া আক্তার স্থানীয় মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্রী। গাজীপুর সদর উপজেলার মির্জাপুরের পানিশাইল গ্রামটিতে এখন শোকের ছায়া।

স্বজন ও সহপাঠীদের আহাজারিতে গোটা এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। খবর পেয়ে নিহতের আত্মীয়স্বজন ছাড়াও আশেপাশের লোকজন ছুটে আসে তাদের বাড়িতে। এ সংবাদ লেখা পর্যন্ত ডুবুরীরা নিখোঁজ ১ স্কুল ছাত্রীর উদ্ধার তৎপরতা চালাচ্ছিল।

শিরোনাম