গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে নতুন ভারপ্রাপ্ত সিটি মেয়র কিরণ।গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত হওয়ার পর তার অবর্তমানে দায়িত্ব পালনের জন্য মন্ত্রণালয়ের মাধ্যমে ৩ সদস্যের প্যানেল মেয়র মনোনীত করা হয়েছে। সিটি করপোরেশনের নতুন প্যানেল মেয়র হলেন সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ, ৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আলীম মোল্লা ও সংরক্ষিত ১০ ওয়ার্ডের কাউন্সিলর আয়েশা আক্তার।
প্যানেল মেয়রদের প্রধান আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশন ও সাবেক টঙ্গী পৌরসভার ৫ বার নির্বাচিত কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। বিগত সময়ে অধ্যাপক এম এ মান্নানের সময়ে টানা সোয়া দুই বছর মেয়রের দায়িত্ব পালন করেন। তিনি গাজীপুর মহানগরের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।