গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর। নিহতরা হলেন- স্বামী এমারত হোসেন ও তার স্ত্রী আছিয়া বেগম। কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় টানা বৃষ্টির মধ্যে শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
তিনি জানান, স্বামী-স্ত্রী দু’জন রাতে মাটির ঘরে ঘুমিয়ে ছিলেন। টানা বৃষ্টির কারণে ভোরে ঘরের দেয়াল ধসে পড়ে। এতে তাদের মৃত্যু হয়। সকালে স্থানীয়রা তাকে বিষয়টি অবহিত করেন বলে জানান তিনি।