গাজীপুরে জাহাঙ্গীরের বাড়িতে অগ্নিসংযোগ,প্রাণে বাঁচলেন মেয়র মা ও পুত্র জাহাঙ্গীর
গাজীপুর প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর সঙ্গে সঙ্গে গত সোমবর বিকালে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের নগরের ছায়দানা এলাকার ৪তলা বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়। দাউদাউ করে আগুন জ্বলার সময়ে কোনোমতে বাসা থেকে বের হয়ে অল্পের জন্য মরার হাত থেকে রক্ষা পান বাসভবনে অবস্থানরত সিটি মেয়র জায়েদা খাতুন ও তার ছেলে সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
আগুন দেয়ার আগে বাড়িটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। বাড়ির আসবাবপত্র খাট-পালং, আলমারি, চেয়ার-টেবিল, টিভি ফ্রিজসহ সবকিছুই লুটপাট করা হয়। শুধু তাই নয় আগুনে পুড়ে ছারখার হওয়ার পরও ৩ দিন ধরে ওই বাসায় চলে লুটতরাজ। গেট, দরজা জানালার গ্রিল এমনকি সেফটি ট্যাংকির ম্যানহোল পর্যন্ত খুলে নিয়ে যায় লুটপাটকারীরা। বাসভবনের থাকা ১০/১২টি গাড়িও আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। পোড়ানো গাড়িগুলোর ধ্বংসাবশেষ, ইঞ্জিন ও বডি পর্যন্ত কেটেকুটে দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায় ৩ দিনে। ওই ভবনে মেয়র জায়েদা খাতুনের লালনপালন করা পালিত ২০/২২টি গরু-ছাগল, চাল-ডাল, তরিতরকারি পর্যন্ত লুটে নেয় লুটপাটকারী দুর্বৃত্তরা। গতকাল বিকালে দেখা গেছে, শত শত লোকজন কঙ্কালসার ভবনটি দেখতে এসে ভিড় জমাচ্ছেন আর তাকিয়ে থেকে আফসোস করছেন। অনেকে চোখের পানীও ফেলছেন।