গাজীপুরের কাপাসিয়ায় প্রেমের বলি স্কুল ছাত্রী

গাজীপুর প্রতিনিধি ঃঃ
গাজীপুরের কাপাসিয়ার সিংহশ্রী বড়বেড় গ্রামের মাসুদ মিয়া পেশায় কাঠশ্রমিক। মাসুদের চার মেয়ের মধ্যে দ্বিতীয় মারুফা আক্তার। এলাকায় লেখাপড়ার সুযোগ কম থাকায় মারুফাকে ছোটবেলায় পাশের শ্রীপুর উপজেলার বরমী বরনল গ্রামের নানা কাশেম মিয়ার কাছে দিয়ে দেন তার পরিবার।

জানা যায়, নানার দেখভালে স্থানীয় বিদ্যালয়ে ভালোভাবেই লেখাপড়া চালিয়ে যাচ্ছিল মারুফা। করোনার সময় বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে নানার বাড়ির প্রতিবেশী এমদাদুল হকের ছেলে ইমন (২০)এর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন মারুফা। পরে চলতি বছরের মার্চে ইমনের নানা প্রলোভনে পরিবারের অমতে বিয়ে করে নানার বাড়ী ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যায় সে। এরপর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের সাথে বনিবনা হচ্ছিল না তার। প্রায়ই নির্যাতন চালাতো তার উপর।

এক পর্যায়ে নির্যাতন সইতে না পেরে মারুফা পিতৃ গৃহে চলে আসে। সেখানে এসে পুনরায় লেখাপড়া শুরু করে। গত শুক্রবার ইমন বউকে আনতে শ্বশুর বাড়িতে গেলে বউ তার শ্বশুর বাড়ির লোকজন স্বামী গৃহে পাঠানোর জন্র রাজী হয়ে যায়। সিদ্ধান্ত হয় পরের দিন শনিবার তারা চলে যাবে। ঐ দিন রাতে ইমন শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।

শনিবার পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ জানায়, লম্পট ইমনকে েগ্রেফতার করা হয়েছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শিরোনাম