গাজা যুদ্ধে নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে-২০৯

আন্তর্জাতিক ডেস্কঃ
ফিলিস্তিনি সাংবাদিকদের জন্য গাজায় ইসরায়েলি হামলার খবর প্রচার করা শুধু একটি পেশাগত দায়িত্বই নয়, বরং বেঁচে থাকার লড়াইও। গত ২৪ মার্চ ইসরায়েলি হামলায় আল জাজিরা মুবারাশার-এর সংবাদদাতা হোসাম শাবাত এবং ফিলিস্তিন টুডে-এর প্রতিবেদক মোহাম্মদ মনসুর এবং এরপর এক হামলায় সাওত আল-আকসা রেডিওর সম্প্রচারক মোহাম্মদ সালেহ আল-বারদাউইল নিহত হয়। তাদের মৃত্যু এই যুদ্ধের ফলে নিহত সাংবাদিক ও সংবাদমাধ্যমকর্মীদের ভয়াবহ সংখ্যাকে আরও বাড়িয়ে তুলেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি সাংবাদিক সংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ২০৯ সাংবাদিক ও সংবাদমাধ্যমকর্মী নিহত হয়েছেন। তবুও যারা এখনও জীবিত আছেন, তারা প্রাণের ঝুঁকি নিয়ে এই ধ্বংসযজ্ঞের দলিল রচনা করে চলেছেন।

শিরোনাম